কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ এ ০৪:৩৫ PM

কোম্পানির আবাসিক এলাকায় রক্ষিত ৬০-৮০ মি.মি. পাথর ক্রাশ করে ০৫-২০ মি.মি.-এ রূপান্তরের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিয়োগ সংক্রান্ত ।

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৯-০৭-২০২৫ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১

১) কোম্পানির আবাসিক এলাকায় রক্ষিত ৬০-৮০ মি.মি. পাথর ক্রাশ করে ০৫-২০ মি.মি.-এ রূপান্তরের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- ০৮/০৫/২০২৫ (উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি) ।  

 

২) এমজিএমসিএল এবং ঠিকাদার মেসার্স এন আর আর এন্টার প্রাইজ, মধ্যপাড়া, পার্বতীপুর, দিনাজপুর -এর মধ্যে “Hiring of crushing and sorting plant having capacity to crush 60-80 mm stone to 5-20 mm stone @ 300 M. Ton per day at MGMCL residential area”- শীর্ষক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের তারিখ- ২৩/০৬/২০২৫ (চুক্তি )।

 

৩) মাসিক ৭৫০০ মে.টন পাথর ক্রাশের জন্য  ঠিকাদার কর্তৃক ক্রাশিং প্লাণ্ট স্থাপনের কাজ চলমান রেখেছে।  দ্রুতই প্লান্ট স্থাপন কাজ সম্পন্ন করে ক্রাশিং কার্যক্রম শুরু করবে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন